বিলম্বে রিটার্ন দাখিল বা রিটার্ন দাখিল না করার জরিমান [ধারা–১২৪]
০২১২২০২০
১. নির্ধারিত সময়ের পরে রিটার্ন দাখিল করলে বা আদৌ রিটার্ন দাখিল না করলে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ১২৪ ধারায় জরিমানার আরোপের বিধান রয়েছে।
২. জরিমানার পরিমাণ – সর্বশেষ নিরূপিত করের ১০% বা ৳ ১,০০০ – এর মধ্যে যেটি বড়। উদাহরণস্বরূপ – একজন করদাতার ২০১৯-২০ করবর্ষে প্রদেয় কর ৳ ২০,০০০। তাহলে এককালীন জরিমানার পরিমাণ হবে (৳২০,০০০ এর ১০%) ৳ ২,০০০।
৩. পরবর্তী প্রতিদিন বিলম্বের জন্য দৈনিক ৳ ৫০।
৪. ব্যক্তি করদাতা কখনো রিটার্ন দাখিল না করলে জরিমানা সর্বোচ্চ ৳ ৫,০০০।
৫. ব্যক্তি করদাতার পূর্বে আয় নিরূপিত হয়ে থাকলে সর্বোচ্চ জরিমানার পরিমাণ হবে সর্বশেষ নিরূপিত আয়ের উপর আরোপিত করের ৫০% বা ৳ ১,০০০ – এর মধ্যে যেটি বেশি।
৬. জরিমানা আরোপ করার পূর্বে করদাতার নিকট ব্যাখ্যা চাইতে হবে (১৩০ ধারার নোটিশ জারী করতে হবে)।
৭. জরিমানা আরোপ সার্কেল কর্মকর্তার ইচ্ছাধীন। তিনি যৌক্তিক মনে করলে জরিমানা নাও করতে পারেন।
৮. এ ধারায় জরিমনা ধার্য করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন নেই।
No Comments yet!