Skip to main content

সংশোধিত রিটার্ন দাখিল সংক্রান্ত [Regarding Revised Return]

সংশোধিত রিটার্ন দাখিল সংক্রান্ত
26012021
আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর তিন স্থানে সংশোধিত রিটার্ন দাখিলের বিষয় বিধান রয়েছে। যথা-ধারা-৭৮, ধারা-৯৩ ও ধারা-৮২বিবি।
১. করদাতা কখন সংশোধিত রিটার্ন দাখিল করতে পারেন?
একজন করদাতা যে কোন সময়ে সংশোধিত রিটার্ন দাখিল করতে পারেন।
২. সার্কেল কর্মকর্তা কখন কোন ধারায় সংশোধিত রিটার্ন বিবেচনা করবেন?
ধারা-৭৮
একজন করদাতা যদি সংশ্লিষ্ট করবর্ষের মধ্যে [অর্থাত, ২০২০-২১ করবর্ষের জন্য সংশোধিত রিটার্ন ৩০ জুন ২০২১ তারিখের মধ্যে) দাখিল করলে রিটার্নটি ৭৮ ধারায় গ্রহণ করতে হবে। এখানে গ্রহণ বলতে রিটার্নটি রেজিস্টারে এট্রি করে করদাতাকে প্রাপ্তিস্বীকারপত্র দেয়াকে বুঝাবে, রিটার্নে প্রদর্শিত সম্পদ ও দায় মেনে নেয়া নয়।
৭৮ ধারায় দাখিলকৃত সংশোধিত রিটার্ন সাধারণ রিটার্ন হিসেবে বিবেচিত হবে এবং রিটার্নটি নিষ্পত্তির জন্য বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অথাৎ ৭৯ ও ৮৩ ধারার বিধিবদ্ধ নোটিশ জারী করে ৮৩ বা ৮৪ ধারায় মামলা নিষ্পত্তি করতে হবে।
তবে, ৭৮ ধারায় সংশোধিত রিটার্ন দাখিলের ২টি শর্ত:
(ক) মূল রিটার্নে প্রদর্শিত করদায় হ্রাস করা যাবে না; এবং
(খ) মামলা নিষ্পত্তির পূর্বে সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে।
মামলা নিষ্পত্তিকালে যদি দেখা যায়, সংশোধিত রিটার্নে প্রদর্শিত কোন কোন সম্পদের বা তহবিলের উৎসের আইনানুগ ব্যাখ্যা নেই, তাহলে তা ধারণাগত আয় হিসেবে বিবেচনা করতে হবে। সংশোধিত রিটার্ন বাতিল করার প্রয়োজন নেই। তবে উপরোক্ত শর্ত দুটি পরিপালিত না হলে আদেশপত্রে তা উল্লেখপূর্বক সংশোধিত রিটার্ন বিবেচনা করা হলো না মন্তব্য লিপিবদ্ধ করতে হবে।
সংশোধিত রিটার্ন বিবেচিত না হলে করদাতার পরবর্তী করবর্ষের রিটার্ন যাচাই করতে হবে যাতে করদাতা সংশোধিত রিটার্নে প্রদর্শিত নিট সম্পদ পূর্ববর্তী বছরের নিট সম্পদ হিসেবে গ্রহণ করেছেন কিনা। যদি সংশোধিত রিটার্নে প্রদর্শিত নিট সম্পদ পূর্ববর্তী বছরের জের হিসেবে গ্রহণ করে থাকেন, তাহলে আইনানুগ কার্যক্রম গ্রহণ করতে হবে।
সংশ্লিষ্ট বর্ষের মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে যদি করদাতা সংশোধিত রিটার্ন দাখিল করে থাকেন, তাহলে তা বিবেচিত হবে না।
সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে দাখিলকৃত রিটার্নের ক্ষেত্রে ৭৮ ধারায় সংশোধিত রিটার্ন দাখিল করা যাবে না। তবে এ ক্ষেত্রে ৮২বিবি ধারায় amended return দাখিল করা যেতে পারে।
ধারা-৮২বিবি
এ ধারায় মূলত সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিলের পদ্ধতি বর্ণনা করা হয়েছে।
স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করার পর করদাতা যদি দেখতে পান যে, তিনি তার রিটার্নে ভুল করেছেন তাহলে তিনি কি করবেন?
ধারা-৮২বিবি(৫) মোতাবেক
– কোন কারণে কর কম পরিশোধ করা হয়ে থাকলে amended return দাখিল করা যাবে।
– কম পরিশোধিত করের উপর ২% হারে সুদ প্রদান করতে হবে।
তবে,
(ক) মূল রিটার্ন দাখিলের ১২০ দিন পরে amended return দাখিল করা যাবে না; এবং
(খ)মূল রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচিত হলে amended return দাখিল করা যাবে না।
সার্কেল কর্মকর্তা চাইলে করদাতা amended return দাখিল করতে পারবেন। যেমন-
(ক) কর সার্কেল দাখিলকৃত রিটার্নের ত্রুটি-বিচ্যুতি উদঘাটনপূর্বক যদি করদাতাকে লিখিতভাবে অবহিত করেন, তবে তিনি সংশোধিত রিটার্ন (amended return) দাখিল করতে পারবেন [ধারা-৮২বিবি(৪)]।
(খ) নিরীক্ষার জন্য নির্বাচিত হলে এবং করদাতাকে পত্র দ্বারা ত্রুটি-বিচ্যুতি অবহিত করলে ৮২বিবি(৮) ধারায় করদাতা সংশোধিত রিটার্ন (revised return) দাখিল করতে পারবেন।
ধারা-৯৩
করদাতার সুনির্দিষ্ট কর ফাঁকির তথ্য উদঘাটিত হলে সার্কেলের ৯৩ ধারার নোটিশের প্রেক্ষিতে করদাতা সংশোধিত রিটার্ন দাখিল করতে পারেন।